ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীরগতি

প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৮ জানুয়ারি ২০১৭

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে সেতু কর্তৃপক্ষ। তবে এখন যান চলাচল শুরু হলেও তা খুবই ধীর গতিতে চলছে।

রোববার ভোর ৪.২৫ থেকে ৭.৪০ পর্যন্ত অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও সকাল ৯টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ ছিল।

পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে থাকায় এখন বঙ্গবন্ধু সেতুতে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান।

তবে এখনও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস