ভাতিজার হাতে চাচা খুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা মতি লাল দাস (৫৫) খুন হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের কাশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতি লাল দাস কাশীপাড়া এলাকার মুকুন্দ দাসের ছেলে। এ ঘটনায় ঘাতক সুজিত দাসকে আটক করেছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজিত দাস দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। তার পাগলামি বেড়ে গেলে তাকে শান্ত করার জন্য মাঝে মধ্যে বেঁধে রাখা হতো।
সন্ধ্যায় সুজিতের চাচা মতি লাল দাস তাকে শিকল দিয়ে বাঁধতে গেলে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মতিকে আঘাত করেন। এতে মতি গুরুতর আহত হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় মতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজিতকে আটক করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’
- ২ জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর
- ৩ আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো: গোলাম পরওয়ার
- ৪ কুমিল্লায় জামায়াত আমিরের আগামন উপলক্ষে স্বাগত মিছিল
- ৫ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, জনসভাস্থলে ইইউ প্রতিনিধিদল