ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খানসামায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলা

প্রকাশিত: ১২:২১ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে ডাকা হরতাল চলাকালে জনতা ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭২৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। মামলায় সোমবার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে রোববারের অর্ধদিবস হরতাল শেষে সোমবারও পুলিশের হামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি রোবাবার অর্ধদিবস হরতাল আহ্বান করে। হরতাল চলাকালে সংঘর্ষে পুলিশের এক এএসআই এবং ৪ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। এ ঘটনায় রোবাবার গভীর রাতে খানসামা থানায় বিশেষ ক্ষমতা আইনেসহ দুটি মামলা দায়ের করে পুলিশ।

এর মধ্যে একটি মামলা দাযের করেন খানসামা থানা পুলিশের এসআই দুলাল উদ্দিন। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় স্থানীয় আতাউর রহমানসহ ৪১ জনকে আসামি করা হয়। সেই সঙ্গে আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৫ জনকে গ্রেফতার করে চালান দেয়া হয়েছে।

অপর মামলা দায়ের করেন এসআই তৌহিদুল ইসলাম। জ্বালাও পড়াও আইনে দায়ের করা এ মামলায় জনৈক আবুল কালাম আজাদসহ ৩৭ জনের নাম দিয়ে অজ্ঞাত আরো ৬০০ জনকে আসামি করা হয়েছে।

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন প্রধান জানান, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোববারের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।

তবে সোমবারের হরতাল চলাকালে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমদাদুল হক মিলন/এএম/পিআর