ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় বৈজ্ঞানিক উপায়ে মধু সংগ্রহ

প্রকাশিত: ০৫:৪০ এএম, ১০ জানুয়ারি ২০১৭

মাগুরায় বাণিজ্যিক ভিত্তিতে বৈজ্ঞানিক উপায়ে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। সদর উপজেলার টিকারি, সিতারামপুর, ইছাখাদা, কাঁশিনাথপুর, আলমখালী, শালিখা উপজেলার আড়পাড়াসহ বিভিন্ন মাঠের সরিষা খেতকে কেন্দ্র করে অন্তত ৩০টি মৌ খামার বসিয়েছে খামারিরা।

এলাকার খামারিরা জাগো নিউজকে জানান, বৈজ্ঞানিক উপায়ে মধু সংগ্রহের কারণে খামারিরা অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে উঠছেন। ফলে এলাকার অনেক বেকার যুবক দিন দিন মধু চাষে ঝুঁকছেন। মহিলারাও এ কাজে পুরুষদের সহযোগিতা করছেন।

মাগুরা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদুল আলম জাগো নিউজকে বলেন, মধু চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর উন্নয়নে সমাজ সেবা অধিদফতরও খামারিদের সার্বিক সহযোগিতা করছে।

Magura

কৃষি কর্মকর্তা হাফিজ হাসান জাগো নিউজকে জানান, চলতি মৌসুমে মাগুরায় প্রায় এক টন সরিষা ফুলের মধু উৎপাদন হবে বলে কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে সরিষা চাষেও ব্যাপক লাভবান হবেন স্থানীয় প্রান্তিক চাষিরা।

তবে মধুর ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য বাজার ব্যবস্থার উন্নতির প্রয়োজন বলে জানিয়েছেন মৌ চাষিরা।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম