ফের পেছাল ফারুক হত্যার অভিযোগ গঠনের শুনানি
টাঙ্গাইলের আলোচিত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
এ মামলার প্রধান আসামি এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির না করায় মঙ্গলবার এ মামলার অভিযোগ গঠনের দিন থাকলেও শুনানি হয়নি। এর আগেও দুই বার এমপি রানাকে আদালতে হাজির না করায় আলোচিত এ মামলার অভিযোগ গঠন হয়নি।
এ প্রসঙ্গে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়ার আদালতে আজ মঙ্গলবার শুনানি গঠনের দিন ধার্য ছিল। কিন্তু কাশিমপুর কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে, এমপি রানা বুকে ব্যথা অনুভব করার কারণে সোমবার গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শও দিয়েছেন এ চিকিৎসকেরা। তাই তাকে মঙ্গলবার আদালতে হাজির করা যায়নি। এ সংবাদের ভিত্তিতে আদালত আগামী ১৫ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠণের নতুন তারিখ ধার্য করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত ১৮ সেপ্টেম্বর এ আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এরপর বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি এমপি রানা।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা ফারুক আহমদ এর গুলিবিদ্ধ মরদেহ তার বাসভবন টাঙ্গাইলে কলেজপাড়া এলাকায় পাওয়া যায়।
ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমদ টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলার তদন্ত শুরু করে।
২০১৪ সালের আগস্টে এ মামলায় আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী গ্রেফতার হয়। আদালতে তাদের দেয়া স্বীকারোক্তিতে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর থেকে এমপি রানা ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান।
গত বছর ৩ ফেব্রুয়ারি এমপি আমানুর রহমান খান রানা, তার তিন ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন, তৎকালীন টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় টাঙ্গাইলের ডিবি পুলিশ। গত ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪