ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে মুগ্ধতা ছড়ালেন ‘ফুটবল জাদুকর’

প্রকাশিত: ০১:৩২ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা বল পায়ে জাদু দেখান। আর ফুটবল মাথায় নিয়ে জাদু দেখাতে বেশ পারদর্শী মাগুরার আব্দুল হালিম। ফুটবল মাথায় নিয়ে আবদুল হালিম গড়েছে দুটি বিশ্বরেকর্ড। বিশ্বে উজ্জল করেছেন দেশের ভাবমূর্তি।

সারা দেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার ২য় দিনে মঙ্গলবার ঝিনাইদহ উন্নয়ন মেলায় তিনি প্রদর্শন করেন তার ক্রীড়া নৈপুণ্য।

মাথায় বল নিয়ে জার্সি পাল্টানো, সাইকেল চালানো, ২ হাতে দুটি বল নিয়ে ২টি বলের ওপর দাঁড়ানো, দর্শকদের হাততালির সঙ্গে সঙ্গে হেড দেয়াসহ ১৬ প্রকার নৈপুণ্য প্রদর্শণ করেন তিনি। তার এই নৈপুণ্য মুগ্ধের হয়ে উপভোগ করে উপস্থিত দর্শক।

জানতে চাইলে আব্দুল হালিম জানান, ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছিলেন আবদুল হালিম। এরপর ২০১৫ সালের নভেম্বরে আরও একটি রেকর্ড গড়েন তিনি। নতুন আরও একটি রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন আব্দুল হালিম।

আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি