ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাঁওতাল দ্বিজেন টুডু জামিনে মুক্ত

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের উচ্ছেদ অভিযানে পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দ্বিজেন টুডু জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এসএম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন।

এরআগে, দ্বিজেন টুডু তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এরপর জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তিনি কারাগার থেকে মুক্ত হন।

দ্বিজেন টুডুর আইনজীবী আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেফতার করে। এরপর পুলিশি হেফাজতে দীর্ঘদিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর পুলিশ তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার আদালতে তার জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহাড়ায় আখ কাটতে যায়। পরে তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরবিদ্ধ হয়ে ৯ পুলিশ আহত হয়।

এ ঘটনায় পুলিশ সাঁওতালদের বিরুদ্ধে একটি মামলা করেন। অপরদিকে সাঁওতালদের পক্ষ থেকে এ ঘটনায় দুটি মামলা করা হয়। এরপর পুলিশ ৭ নভেম্বর দ্বিজেন টুডুকে গ্রেফতার করে।

মো. জিল্লুর রহমান পলাশ/এএম/পিআর