কিশোরগঞ্জ বিএনপির সভাপতিসহ ৪১ নেতাকর্মী কারাগারে
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা দুটি পৃথক মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ ৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস ছালাম খানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ৪১ নেতাকর্মীর মধ্যে মো. শরীফুল আলম ছাড়াও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক, কুলিয়ারচর পৌরসভার কাউন্সিলর আজহার উদ্দিন, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ রয়েছেন।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের জন্য গত ১২ই ডিসেম্বর ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদী এবং জেলা সদরে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। কুলিয়ারচরের দ্বাড়িয়াকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য ছাড়াও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় কুলিয়ারচর থানায় পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে পুলিশ।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস