ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে আহত সেই বাসচালকের মৃত্যু

প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ জানুয়ারি ২০১৭

পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় আহত সেই বাসচালক জয়ন্ত ব্যানার্জী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার রাতে খুলনার আড়াইশ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা বাস ও মিনিবাস কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে স্বরুকাঠীর এম আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দুটি বাসযোগে শিক্ষা সফরে বাগেরহাটে খানজাহান আলী মাজারের উদ্দেশ্যে রওনা দেয়।

ওই সময় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসচালক ও শিক্ষক-শিক্ষার্থীরা আহত হয়। আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা আড়াইশ শয্যা হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাত সাড়ে ৩টার দিকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালক জয়ন্ত ব্যানার্জী মারা যান।  

হাসান মামুন/এএম/এমএস