বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে হবে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, জ্ঞানভিত্তিক একটি সমাজ গড়তে হলে বিজ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে হবে। তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আইসিটি শিক্ষাকে ক্লাস সিক্স থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদরের থানা মাঠে একসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিন হাজার ২০০ শিক্ষার্থীকে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারিক ক্লাস করানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাস পরিচালনা করেন জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।
শিক্ষার্থীদের উদ্দেশে পলক বলেন, কিছুদিন আগে আমরা ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আমরা ক্রিকেটে বিশ্ব জয় করেছি এখন তথ্য-প্রযুক্তিতে বিশ্ব জয় করবো। আর এ বিশ্ব জয়ে তোমরাই হবে অগ্রগামী।
জেলা প্রশাসক আজিমদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি বিনতে সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হতে কুলিয়ারচর উপজেলা প্রশাসন বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এখন পর্যন্ত স্কুল পর্যায়ে বিজ্ঞান বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক ক্লাস আয়োজনের কৃতিত্ব অস্ট্রেলিয়ার।
গত বছরের ১৬ আগস্ট দেশটির জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে কুইন্সল্যান্ডে একসঙ্গে দুই হাজার ৯০০ ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক ক্লাসের আয়োজন করে এই রেকর্ড নিজেদের করে নেয় তারা।
এবার অস্ট্রেলিয়াকে টপকে নতুন রেকর্ডের অধিকারী হতে যাচ্ছে বাংলাদেশ।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস