পুলিশ সদস্যের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্যের ফেসবুক, জিমেইল ও ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচিত লোকজনের কাছ থেকে প্রতারক চক্র অর্ধলাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশের কনস্টেবল আসাদুজ্জামান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, পুলিশ সদস্য আসাদুজ্জামানের ব্যবহৃত ফেসবুক, জিমেইল ও ম্যাসেঞ্জার হ্যাক করে প্রতারক চক্র। সেই সুযোগে তার পরিচিত ও আত্মীয়স্বজনদের কাছে বিভিন্ন ধরনের ম্যাসেজ আদান প্রদান করে এর মধ্যে ১৭ জনের কাছ থেকে বিকাশের (০১৬৮৫৯২৬৬৫৫, ০১৯৯১৬৫৯২৭২, ০১৭৭১৯৪৪০৬৩) মাধ্যমে অর্ধলাখ টাকা হাতিয়ে নেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সাধারণ ডায়রি দায়েরের বিষয় নিশ্চিত করে জানান, ঘটনায় বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস