কঁচা নদীতে ১৫ মণ জাটকাসহ ট্রলার আটক
ফাইল ছবি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালীর জুনিয়াগ্রাম সংলগ্ন কঁচা নদী একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এসময় ট্রলারে থাকা ১৫ মণ জাটকা জব্দ করা হয়।
ভান্ডারিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, শুক্রবার দুপুরে বরগুনার মহিপুর থেকে একটি মাছের ট্রলার পিরোজপুরের পারেরহাট মৎস্য বন্দরে আসছে এমন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়ার জুনিয়া গ্রামের কঁচা নদীতে অভিযান চালানো হয়। এসময় ১৫ মণ জাটকাসহ একটি ট্রলার আটক করা হয়।
পরে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহম্মেদ আকঞ্জী ট্রলারের জেলে আব্দুল মোতালেবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করেন।
হাসান মামুন/এআরএ/পিআর