সড়ক দুর্ঘটনায় আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে টাকা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত জিহাদ হোসেন (২২) গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর গ্রামের শাহিন মণ্ডলের ছেলে ও তানিম মিয়ার বাড়ি বগুড়ার সান্তাহারে। তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতকের শিক্ষার্থী।
শুক্রবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা (বকচর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে মোটরসাইকেলে করে জিহাদ হোসেন তার বন্ধু তানিমকে নিয়ে টাকা নেয়ার জন্য গোবিন্দগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসছিলেন। এসময় তারা কালিতলা (বকচর) এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে জিহাদ ও তানিম ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যায়।
পরে ঘটনাস্থলেই জিহাদ নিহত হন। গুরুতর আহত তানিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এআরএ/পিআর