ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লী মেলা

প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৭

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে মাসব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবির বাড়ির সামনে কুমার নদের পাড়ে জসীম উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, পল্লী কবি জসীম উদ্দীন তার লেখনীতে পল্লী জীবনের সুখ-দুঃখের ছবি যেভাবে ফুটিয়ে তুলেছেন তা অন্য কোনো কবি এতোটা জীবন্ত করে তুলে ধরতে পারেননি। আর তাই মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন তার অসাধারণ রচনাবলীর জন্য বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে অমর হয়ে আছেন।

Faridpur

ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক সরকার মোখলেসুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা প্রমুখ।

মেলায় দুই শতাধিক স্টলে গ্রামীণ সাংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিকি-কিনির সঙ্গে দেশি খাবার বিক্রিরও দোকান রয়েছে। এছাড়া রয়েছে সার্কাস, পুতুল নাচ, শিশুদের ট্রেন, মৃত্যুকূপ (মোটরসাইকেল খেলা), নাগরদোলার মতো মজার আয়োজন। সন্ধ্যার পর থেকে মেলার জসীম মঞ্চে নাট্য ও গানের দলের নাটক এবং গান পরিবেশন করে বিভিন্ন সংগঠন।

এস.এম. তরুন/এআরএ/পিআর