লক্ষীপুরে আগুনে ১২ ঘর পুড়ে ছাই
লক্ষীপুরের দত্তপাড়া ইউনিয়নে আগুনে ১২টি ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের ইমান আলী ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আবুল খায়ের ও মনোয়ারা বেগম নামে দুইজন আহত হয়েছেন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন।
স্থানীয় লোকজন জানান, পশ্চিম বটতলী গ্রামের ইমান আলী ব্যাপারী বাড়ির বেল্লালের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বেলালের ঘরের সিলিং ফ্যানের সুইচ দেওয়ার সাথে সাথে আগুনের ফুলকি পড়ে। ক্ষণিকের মধ্যেই পার্শ্ববর্তী সবকটি ঘরে আগুন লেগে যায়। এ সময়ের মধ্যে ওই ঘরের পাশের সেলিম, নুরুল আমিন, হাকিম, দুলাল ও ছিদ্দিক উল্যার ছয়টি বসত ঘর ও ছয়টি রান্নাঘর পুড়ে যায়।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএইচএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার