ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে রাবেয়া মেমোরিয়াল একাডেমির পুরস্কার বিতরণী

প্রকাশিত: ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০১৫

সুনামগঞ্জের দিরাইয়ে রাবেয়া মেমোরিয়াল একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একাডেমির শিশু নিত্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফায়সাল, একাডেমির প্রতিষ্ঠাতা কামরুল হক, অধ্যক্ষ সনঞ্জয় দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, জিয়াউর রহমান লিটন, কুদরত পাশা প্রমুখ।

এসএইচএ/আরআইপি