কুষ্টিয়ার দুই পৌরসভাকে লিগ্যাল নোটিশ
দীর্ঘ প্রায় এক যুগ ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারা পৌরসভা। এই দুই পৌরসভার কাছে কুষ্টিয়া বিদ্যুৎ বিভাগের প্রায় ৪ কোটি টাকা বকেয়া বিল পাওনা রয়েছে।
বার বার নোটিশ দিয়েও বিদ্যুৎ বিলের এই বিপুল পরিমাণ অর্থ আদায়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দুই পৌরসভার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, এই দুই পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও তা কোনো কাজে আসেনি। উপায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত এই দুই পৌরসভাকে লিগ্যাল নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে।
কুমারখালী আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আমিনুর রহমান জানান, একটি হিসাবের বিপরীতে কুমারখালী পৌরসভার ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৮৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
ভেড়ামারা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম জানান, ভেড়ামারা পৌরসভার কাছে তাদের প্রায় দুই কোটি টাকার মত বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল প্রসঙ্গে কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান ওরুণ বলেন, দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে এখন একসঙ্গে অনেক টাকা বকেয়া হয়ে গেছে। যা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়।
ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম ছানা জানান, এই বিশাল অংকের বকেয়া বিদ্যুৎ বিল তাদের পক্ষে পরিশোধ করা সম্ভবপর নয়।
ওজোপাডিকো লি. কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, কুষ্টিয়ার প্রায় সবকটি সরকারি দফতর সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসলেও এই দুটি দফতর বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এমনকি বকেয়া পরিশোধের বিষয়ে কথা বলতে গেলে তারা নানা ভাবে চাপের মুখেও পড়ছেন।
এই নির্বাহী প্রকৌশলী জানান, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ গ্রহণ করা না হলে এ দুটি পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের