ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মনোনীত প্রার্থী হলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, জেলা বিএনপির সুপারিশে দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমর আলীকে বাঘাইছড়ি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির বর্তমান সভাপতি ওমর আলী এবং সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। আমরা তাদের কেন্দ্রে পাঠাই। রোববার কেন্দ্র হতে ওমর আলীকে চূড়ান্ত করা হয়েছে।

এদিকে এর মধ্যেই পৌরসভাটির নির্বাচনে মো. জাফর আলী খানকে দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করে জেলা আওয়ামী লীগ। জাফর আলী খান জেলা আওয়ামী লীগের সদস্য।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর