ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৭

নরসিংদীর রায়পুরায় বাউল গানের আসরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জালাল মিয়া (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের ৫ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।  

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দরিগাও শুটকিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জালাল মিয়া ও সামসু গুলিবিদ্ধ হয়। আহত সামসুকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএবি) মো. শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার নিলক্ষায় ইউনিয়নের দরিগাও গ্রামে আব্দুল খালেক শা-এর ওরস উপলক্ষে বাউল গানের আসরের আয়োজন করেন স্থানীয় লোকজন।

নিলক্ষার দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলার কারণে বাউল গানের আসর করতে নিষেধ করে পুলিশ। কিন্তু স্থানীয় লোকজন পুলিশি বাধা উপেক্ষা করে বাউল গানের আসরের আয়োজন করেন। এতে পুলিশ বাধা দিতে গেলে গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পুলিশ গ্রামবাসীর ওপর লাঠিচার্জ করে। পরে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে পুলিশের গুলিতে শাসসু মিয়া ও জালাল মিয়া নামে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী তিন পুলিশ সদস্যকে আটক করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিউর রহমান জানান, সংঘর্ষপ্রবণ এলাকায় ওরসের নামে বাউল গান চালানোর চেষ্টা করে এলাকার কিছু লোক। পুলিশ বাধা দিতে গেলে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামালা চালায় এলাকাবাসী।

এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়লে এলাকাবাসী ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় একজন মারা গেছে। বর্তমানে এলাকাটিতে অতিরক্ত পুলিশ মোতায়েন করা হয়ছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

আরও পড়ুন