ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২১ মার্চ ২০১৫

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি যাদুঘর মিলনায়তনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অসহায় ও দুস্থ্ শিক্ষার্থীদের সহযোগিতাসহ শিক্ষার অগ্রগতির লক্ষ্য নিয়ে ‘‘পেশাজীবি শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের’’ পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

বিভিন্ন পেশায় নিয়োজিত কতিপয় শিক্ষানুরাগীদের নিয়ে গঠিত  উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংঘের আহবায়ক  কাজী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান ভূইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ রওশন আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউনুস মোল্লা, আর.কে.কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার সাহা, ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মোঃ রুহুল আমিন, ইউপি সদস্য মোঃ কাওছার মোল্লা, ঝর্না বেগম, সংঘের সদস্য মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবি শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন সাবু, সদস্য মোঃ মাছুদুর রহমান গুলু ও মোঃ মাসুদুল হক তফসির।

জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিতকরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ শিক্ষা প্রসারের লক্ষ্যে সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ২১ জন পেশাজীবি ব্যক্তি ‘‘পেশাজীবি শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’’ প্রতিষ্ঠা করেন।

আগামীতে বৃহৎ পরিসরে সংগঠনটি শিক্ষার অগ্রগতিতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমজেড/পিআর