ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় হাসপাতাল চত্বর থেকে পাঁচ দালাল আটক

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২১ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে দালাল সন্দেহে পাঁচ ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন দালালকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগীদের নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজিতে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে।

আটককৃতরা হলেন, পৌর এলাকার হকপাড়ার আব্দুল লতিফের ছেলে রাশেদুল হক (৪০), থানা কাউন্সিল পাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে সোলায়মান হক (২০), সাতগাড়ি গ্রামের ইউনুসুর রহমানের ছেলে নাহিদ হোসেন (১৮), বাগানপাড়ার মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন (১৮) ও বেলগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেনকে (২২) আটক করা হয়েছে।

ওসি আরো জানান, আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমজেড/পিআর