ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরে ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলীর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানিয়েছেন ইউএনও লিয়াকত আলী।

পাশাপশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত প্রশাসনকে অবহিত করার কথাও জানিয়েছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র নাসিরনগরের ইউএনও’র ব্যবহৃত ফোন নম্বর ০১৭১৭১২৩৯৭৮ ক্লোন করে বিভিন্ন ইউপি চেয়ারম্যানের কাছে ফোন করে টিআর, কাবিখা সংক্রান্ত বিভিন্ন বরাদ্দ-উপবরাদ্দ প্রদানের কথা বলে অর্থ দাবি করছে।

ফোন করে বলা হচ্ছে, `চেয়ারম্যান সাহেব আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছি, আপনার নামে টিআর, কাবিখার বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে। এটা নিতে আপনি দ্রুত আমার নম্বরে (আরেকটি নম্বর) বিকাশ করে কয়েক হাজার টাকা পাঠান।`

বিষয়টি অবগত হওয়ার পর গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ইউএনও’র ফোন নম্বরটি ক্লোনিং হওয়ার কথা জানানো হয়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জাগো নিউজকে জানান, আজ (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আমাকে ওই চক্রটি ইউএনও’র পরিচয় দিয়ে বলে, `আপনার নামে বিশেষ বরাদ্দ এসেছে। যদি নিতে চান তাহলে কিছু টাকা বিকাশ করতে হবে।` ইউএনওর কণ্ঠ আমার পরিচিত, আমি বিষয়টি বুঝতে পেরে ফোন কেটে দিয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী জাগো নিউজকে বলেন, আমি কোনো ইউপি চেয়ারম্যানকে ফোন করিনি। কোনো একটি চক্র আমার নাম ব্যবহার করে বরাদ্দের নামে অর্থ দাবি করেছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি এবং সকল জনপ্রতিনিধিদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন এ ধরনের কোনো ফোন পেয়ে অর্থ লেনদেন না করেন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস