ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

থানার পাশে এক রাতে ৫টি প্রতিষ্ঠানে চুরি!

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

একই রাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানার পাশে ৫টি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইটি মুঠোফোনের দোকান ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠান।

রোববার দিবাগত রাতে উপজেলা সদরে থানার সামনের সড়কের পার্শ্বে মুঠোফোনের দোকান হ্যালো নবাবগঞ্জ ও চয়েজ টেলিকম এবং নবাবগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও নবাবগঞ্জ ডিগ্রী কলেজের তালা ভেঙে মালামাল চুরি করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস কক্ষে প্রবেশের পর আলমারি ও ফাইল কেবিনেটে ভাঙচুর ও কাগজপত্র তছনছ করে ফেলে চোরেরা। এসময় তারা নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রায় এক লাখ টাকা, ডিগ্রী কলেজ থেকে প্রায় ২০ হাজার টাকা, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে দুই হাজার টাকা এবং মুঠোফোনে দোকানগুলো থেকে ১৫/২০ হাজার করে টাকা নিয়ে গেছে।

ডিগ্রী কলেজের নৈশ প্রহরী মতিউর রহমান জানান, তিনি নতুন ভবনের মধ্যে ছিলেন। ওই ভবনের গেট ভাঙার শব্দ পেয়ে কে কে বলে চিৎকার করলে চোরেরা কলেজের দক্ষিণ দিক দিয়ে চলে যায়। চোরদের হাতে দেশীয় অস্ত্র ও পরনে কালো পোশাক ছিল।

পাইলট উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক নৈশ প্রহরী মশফিকুর রহমান চুরি বিষয়ে কিছুই জানেন বলে জানায়।

অন্যদিকে, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ছুটিতে ছিলেন বলে জানান প্রধান শিক্ষক এনামুল হক।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এসব বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক নৈশ প্রহরী মশফিকুর রহমানকে আটক করা হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে উপজেলা পরিষদ চত্বরে দুইটি সরকারি অফিসে চুরির চেষ্টা করা হয়েছিল।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি