শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। পাঠ্যপুস্তক আধুনিকীকরণ করা হয়েছে। যুগোপযোগী পাঠ্য সংযোজন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
সোমবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রওশন আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব আয়মন আকবর চৌধুরী বাবলু, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহম্মেদ প্রমুখ।
এস.এম. তরুন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ