ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৪:৫২ এএম, ২২ মার্চ ২০১৫

মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিল সহ বিদ্যুৎ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  শনিবার গভীর রাতে গাংনী উপজেলার নওয়দাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পীরতলা পুলিশ  ক্যাম্পের সহকারী-উপপরিদর্শক (এএসআই) সুবির জানান, কাজিপুর পোষ্ট অফিস পাড়ার রফিক মিয়ার ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) নওদাপাড়া গ্রামের মধ্যে দিয়ে ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় বিদ্যুৎ এর কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী বিদুৎকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হবে।

এসএইচএ/এমএস