সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতীকী
জলমহালের মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে তাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের একরার চৌধুরী ও পার্শ্ববর্তী কুলঞ্জ গ্রামের মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম হাতিয়া গ্রামের শান উল্লাহর ছেলে।
পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, হাতিয়া গ্রামের একরার চৌধুরী ও পার্শ্ববর্তী কুলঞ্জ গ্রামের মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে গুরামারা সাতপাকিয়া (প্রকাশিত জারুলিয়া) জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত তাজুল ইসলামকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজু আহমেদ রমজান/এএম/জেআইএম