নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বন্যার্ঢ র্যালি, আলোচনা সভা ও শিশু মেলার মধ্য দিয়ে নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার সকাল নয়টায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল মালেক এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী উপ-পরিচালক একেএম জাকিরুজ্জামান প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএইচএ/এমএস