ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন পৌর এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন।

মঙ্গলবার সকালে পৌরসভার এক নম্বর ওয়ার্ড পোস্টকামুরী গ্রামের খালের পাড়া থেকে কম্বল বিতরণ শুরু করেন তিনি। মেয়র পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় দুই সহস্রাধিক দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন বলে মেয়র সাহাদৎ হোসেন সুমন জানিয়েছেন। এ সময় ছাত্রলীগ কর্মী রানা, নাহিদ, ছালাম, শ্রমিকলীগ নেতা কাইয়ুম, মোজাম্মেল ও সোহেল উপস্থিত ছিলেন।

এস এম এরশাদ/এএম/জেআইএম