ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

মাদারীপুরে সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তা লাঞ্ছিত ও চাঁদা দাবির অভিযোগ পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে চেয়ারম্যান নজরুল ইসলাম আকতার হাওলাদারকে গ্রেফতার করা হয়। মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক এলাকার একটি ব্রিজের নির্মাণ কাজ পরির্দশন করতে যান এলজিইডি’র সদর উপজেলার কার্য সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় ইউয়িয়নের চেয়ারম্যান আকতার হাওলাদার তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা দেন। এরপর ঠিকাদারের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

একপর্যায়ে এলজিইডি’র কর্মকর্তা মিজানুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চেয়ারম্যান আকতার হাওলাদারের বিরুদ্ধে ২টি মাদক, ২টি চাঁদাবাজি, ১টি ধর্ষণ ও একটি গণধর্ষণ মামলা রয়েছে। এসব মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি