ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে রোডে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ রোড এলাকার সেভেন স্টার আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইকবাল হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ পূর্বপাড়া মহল­ার সোনা উল­ার ছেলে।

সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত আড়াইটায় ইকবাল হোসেন অসুস্থতার কথা বলে সেভেন স্টার আবাসিক হোটেলের ১৪ নম্বর রুম ভাড়া নেন।

এ সময় তিনি হোটেল ম্যানেজারকে দিয়ে গ্যাসের ট্যাবলেট এনে তা খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি ঘুম থেকে জেগে না ওঠায় হোটেল ম্যানেজার তার কক্ষের দরজার সামনে গিয়ে ডাকেন। কোন সাড়া শব্দ না পেয়ে রুমের হোটেল ম্যানেজার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, ইকবাল হোসেন একজন কম্পিউটার অপারেটর। বিয়ের পর থেকে তিনি বেলকুচিতে শ্বশুরবাড়িতে থাকতেন। কম্পিউটার ট্রেনিংয়ের জন্য বগুড়ায় যাচ্ছেন বলে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হন।

রাতে অসুস্থতার কথা বলে হোটেল ভাড়া নেন। সন্ধ্যায় তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম