ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘শেষবারের মতো বাবার মুখ দেখতে পারিনি’

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শহীদ এম মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী। মনসুর আলীর সঙ্গে জাতির জনকের সখ্যতা ও বিশ্বাস ছিল নজিরবিহীন। মনসুর আলী ছিলেন একজন খাঁটি বাঙালি, একজন খাঁটি দেশ প্রেমিক রাজনীতিক।

মঙ্গলবার সন্ধ্যায় কাজীপুর উপজেলার গান্ধাইল হাইস্কুল মাঠে শহীদ এম. মনসুর আলী কল্যাণ ট্রাস্ট, মনসুর আলী স্মৃতি সংসদ ও মনসুর আলী পরিষদের আয়োজনে জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা। এই মহান নেতার জন্ম শতবার্ষিকী পালন ঐতিহাসিক ঘটনা। ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনে জাতি বঙ্গবন্ধুর মতো আরও একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। রাজনীতির এ শূন্যতা পূরণ হবার নয়।

প্রধান বক্তা শহীদ এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মনসুর আলীর কাজীপুর এখনও নৌকার ঘাঁটি। এটা আমার বাবারই অবদান।

শহীদ বাবার জন্য গর্ববোধ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেষবারের মতো বাবার মুখ দেখতে পারিনি। তারপরও গর্ব করি। আমার শহীদ বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সঙ্গে বেঈমানি করেননি। তিনি তা জীবন দিয়ে প্রমাণ করেছেন।

শহীদ মনসুর আলী স্মৃতি সংসদের আহ্বায়ক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য-এর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না এমপি, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, বেগম লায়লা নাসিম, সাবেক এমপি তানভীর শাকিল জয় প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি