ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

বুধবার সকালে উপজেলার কাকশিয়ালি এলাকায় পানির ৪টি কন্টেইনার থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

এসময় আটক মাদক ব্যবসায়ী সোনাটিকারি গ্রামের জহুর গাজীর ছেলে শাহীন গাজী (২২) ও রাশেদ কারিকরের ছেলে রায়হান কারিকরকে (১৮) আটক করা হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জাগো নিউজকে জানান, পানির কন্টেইনারের অভ্যন্তরে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করছিল আটকরা। গোপন সংবাদে এদের আটক ও ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর