ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে কয়েদিদের মাঝে শীতের পিঠা বিতরণ

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৯ জানুয়ারি ২০১৭

কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে, কারো বা খণ্ডকালীন। সবাই  শীতের পিঠা থেকে বঞ্চিত। তাই তো তাদের মাঝে পিঠা বিতরণের ব্যতিক্রমী আয়োজন করেছে মাদারীপুর কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শীতের পিঠাপুলি উৎসবের মাধ্যমে কারাবন্দি ৪৯৯ কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। এতে খুশি কয়েদিরা। অন্যদিকে বন্দিদের মুখে একটু হাসি ফোটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।

মাদারীপুর জেলা কারাগরের জেলার দিদারুল ইসলাম দিদার বলেন, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে জেল সুপার শহিদুল ইসলামের নির্দেশে শীতের কয়েকরকম পিঠা তৈরি করে বৃহস্পতিবার কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। মাদারীপুর জেলা কারাগারে ৪৯৯ জন বন্দি রয়েছে। এসব বন্দিরা শীতের পিঠা পেয়ে আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি।

পিঠা বিতরণকালে জেল সুপার শহিদুল ইসলাম, জেলার দিদারুল ইসলাম দিদারসহ জেলা কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কারাগারের  বাইরে থাকা বন্দিদের পরিবার জেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি