বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা : আহত ২০
ফাইল ছবি
সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়ালকোলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিলন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস শিলন্দা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে শিমুল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ওই বাসের ২০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে পাঠায়।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ