দিনাজপুরে সব ওষুধের দোকান বন্ধ
ফাইল ছবি
দিনাজপুর শহরে অভিযান চালিয়ে দুইটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে এই অভিযানের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট্রি সমিতি দিনাজপুর জেলা শাখা সব ওষুধের দোকান বন্ধ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দিনাজপুর জেলা ওষুধ নিয়ন্ত্রক মো. রফিকুল ইসলাম জানান, অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার দায়ে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার আনোয়ারা ক্লিনিককে এক হাজার টাকা ও গোলকুঠি রোডের রোগমুক্তি ক্লিনিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আরমান ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট্রি সমিতি, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দীন জানান, এই অভিযানের প্রতিবাদ জানিয়ে আমরা সব ওষুধের দোকান বন্ধ রেখে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সঙ্গে স্বাক্ষাত করলে তিনি কোনো প্রতিকার দিতে পারেন নি। ফলে আমরা দিনাজপুর জেলা শাখায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসেছি। সিদ্ধান্ত পরে জানানো হবে।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস