ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে তিন হত্যা মামলার আসামি ৩৯

প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

জলমহালের মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র ও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা হাতিয়া গ্রামের বাসিন্দা একরার হোসেন বাদী হয়ে দিরাই থানায় এ হত্যা মামলা করেন।

একই ঘটনায় উপজেলার নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস বাদী হয়ে আরও ৩০ জনকে আসামি করে পৃথক একটি মামলা করেছেন। পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ পৃথক দুটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের একরার চৌধুরী ও পার্শ্ববর্তী কুলঞ্জ গ্রামের মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে গুরামারা সাতপাকিয়া (প্রকাশিত জারুলিয়া) জলমহালের মালিকানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তাজুল ইসলাম (৩৫)। তিনি হাতিয়া গ্রামের শান উল্লাহর ছেলে। এ ঘটনায় একই গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে উজ্জল (২৫) ও ইছহাক মিয়ার ছেলে শাহারুল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজু আহমেদ রমজান/এএম/এমএস

আরও পড়ুন