ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২৩ মার্চ ২০১৫

কুষ্টিয়ার মিরপুরে সুজন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে মিরপুর উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহানের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

উপজেলার পোড়াদহ ইউপির হানিফ নগর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয় তাকে। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯এর (১) টেবির এর ৭ (ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে।

মাদক ব্যবসায়ী সুজন হানিফ নগর গ্রামের মহির কশায়ের ছেলে।

এমজেড/আরআইপি