ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবারও লক্ষ্যমাত্রা পূরণ হলো না পাবনা সুগার মিলে

প্রকাশিত: ০৬:৫১ এএম, ২০ জানুয়ারি ২০১৭

লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আগেই আখ মাড়াই বন্ধ করতে হয়েছে পাবনা সুগার মিলে। ফলে এবারও লক্ষ্যমাত্রা পূরণ হলো না পাবনা সুগার মিলে।

এ মৌসুমে ৪৫ দিন মিল চালু রেখে ৭০ হাজার মে-ট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা থাকলেও আখের অভাবে ৩৯ দিনের মাথায় মিলে আখ মাড়াই বন্ধ করতে হয়েছে। এ সময় পর্যন্ত আখ মাড়াই হয়েছে ৪২ হাজার মেঃ টন।

মিলের চিফ ক্যামিস্ট আবু বক্কর এর কাছে জানতে চাইলে তিনি জানান, শুধুমাত্র আখের অভাবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

মিল সূত্রে জানা গেছে, ২০শে জানুয়ারি পর্যন্ত চিনি উৎপাদন হয়েছে ২ হাজার ১৪২ মেঃ টন। লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২৫০ মেঃ টন। এ বছর চিনি আহরোণ হারও কম, মাত্র ৫.৩০ শতাংশ। গত ৯ই ডিসেম্বর মিল চালু করে ৪৫ দিনের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতাই শুধু নয় ব্রেক-ডাউনের পরিমাণও এবার বেশি ছিল, মোট ১৭৩ ঘণ্টা।

আখের অভাবে এই পরিমাণ সময় মিল মাঝেমাঝে বন্ধ রাখতে হয়েছে। এতে বিদ্যুৎ, তেল ইত্যাদি খরচ বেশি পড়ে। ফলে চিনি উৎপাদন খরচে এর প্রভাব পড়ে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস