ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা সমিতি ঢাকা।
শুক্রবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাব চত্বরে শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সচিব আব্দুল জব্বার, যুগ্ম সচিব সারোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এএসপি (সার্কেল) আবুল কালাম আজাদ, ঠাকুরগাঁও জেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু ও সিনিয়র সাংবাদিক মশিউর রহমান।
পরে অতিথিরা ৬ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
রবিউল এহসান রিপন/এফএ/এমএস