রাঙামাটিতে স্টেডিয়ামের গ্যালারিতে যুবকের মরদেহ
রাঙামাটিতে স্টেডিয়ামের গ্যালারি থেকে শুক্রবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম জাকির হোসেন (৩০)। তিনি ঢাকার কাচপুর এলাকার মৃত রজব আলীর ছেলে বলে জানিয়েছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ জানান, স্থানীয়রা পুলিশে খবর দেয়ায় ঘটনাস্থল গিয়ে নিহত জাকির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল সেট পাওয়া গেছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ শনাক্ত করা যেতে পারে। নিহতের আত্বীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস