ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে গৃহবধূ খুন : স্বামী-দেবর গ্রেফতার

প্রকাশিত: ১২:৪১ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার হামিদপুরে মিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে খুনের অভিযোগে শুক্রবার দুপুরে স্বামী ও দেবরকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, হামিদপুর গ্রামের আবেদ আলীর ছেলে ও গৃহবধূর স্বামী স্বপন মিয়া (৩৮) ও দেবর আমজাদ আলী (৩৬)।
 
জানা গেছে, কালিহাতী পৌরসভার হামিদপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. স্বপন মিয়ার সঙ্গে একই উপজেলার বড় ইছাপুর গ্রামের মৃত তসুর উদ্দিনের মেয়ে মিনা বেগমের ১০-১১ বছর আগে বিয়ে হয়।

সম্প্রতি স্বপন ও মিনা বেগমের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে স্বপন মিয়া ও আমজাদ আলী দুই সন্তানের জননী গৃহবধূ মিনা বেগমকে গলাটিপে হত্যা করে। পরে তারা সেটি আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় পুলিশ সন্দেহজনকভাবে মিনা বেগমের স্বামী মো. স্বপন মিয়া ও দেবর আমজাদ আলীকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মিনা বেগমকে গলাটিপে খুন করার কথা স্বীকার করেছে।

এ প্রসঙ্গে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান জানান, গৃহবধূ মিনা বেগমকে শ্বাসরোধে খুন করার কথা স্বপন ও আমজাদ আলী স্বীকার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/এমএএস/পিআর