আশুগঞ্জে গাঁজাসহ মাদরাসাছাত্র আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কেজি গাঁজাসহ মো. জামান (১৯) নামে এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলচত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক জামান নরসিংদীর মাধবদী উপজেলার সিদ্দিকনগর গ্রামের আবদুল জলিলের ছেলে। জামান নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার দগরিয়া মদিনাতুল উলুম মাদরাসার ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় গোলচত্বরের সামনে জামান সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে তার দুই পায়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর