ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২০ জানুয়ারি ২০১৭

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে  টুর্নামেন্টটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার মনিবুর রহমান, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, বাফুফের সহ-সভাপতি বাদল রায়, মো. আসলাম, শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস প্রেসিডেন্ট গোলাম রব্বানী হেলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

আরাফাত হোসেন/এআরএ/পিআর