ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়লো মুক্তিযুদ্ধের গল্প

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:০৩ এএম, ২১ জানুয়ারি ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাসের আয়োজনের রেশ কাটতে না কাটতেই এবার আরেক কীর্তি গড়লো কিশোরগঞ্জ। একসঙ্গে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের গল্প পড়লো ৫ হাজার শিক্ষার্থী।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাজিতপুর উপজেলার ভাগলপুর নাজিম ভূঁইয়া মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন।

kisorganj

অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

বই পড়া অনুষ্ঠানে বাজিতপুরের ১৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এসময় তারা নিজেদের পাঠ্যবইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ পড়ে।

kisorganj

এর আগে গত ১১ জানুয়ারি কুলিয়ারচরে একসঙ্গে তিন হাজার দুই শত শিক্ষার্থীর অংশ গ্রহণে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি ক্লাসের আয়োজন করে কুলিয়ারচর উপজেলা প্রশাসন। এটি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার অপেক্ষায়।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

আরও পড়ুন