ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে নতুন ভোটার ৩ হাজার ৭৬১ জন

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৯:২৮ এএম, ২১ জানুয়ারি ২০১৭

হালনাগাদ খসড়া ভোটার তালিকায় সিলেট জেলায় নতুন ভোটার হয়েছেন ৩ হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৮৫ জন আর মহিলা ১ হাজার ২৭৬ জন। সিলেট জেলা নির্বাচন অফিসের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুসারে, খসড়া ভোটার তালিকায় সিলেট সদর উপজেলায় ভোটার বেড়েছে ৯৭৩ জন। এর মধ্যে পুরুষ ৬২০ জন ও নারী ৩৫৩ জন। বিয়ানীবাজার উপজেলায় ৫৭৯ জন নতুন ভোটার হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৪৩ জন ও মহিলা ২৩৬ জন।

জকিগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৭১ জন। এর মধ্যে পুরুষ ১০২ জন ও মহিলা ৬৯ জন। গোলাপগঞ্জ উপজেলায় নতুন ভোটারের সংখ্যা ২৬২ জন। এর মধ্যে পুরুষ ১৮১ জন ও মহিলা ৮১ জন। বালাগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ১২৭ জন ও মহিলা ৬০ জন।

দক্ষিণ সুরমা উপজেলায় নতুন ভোটার হয়েছেন ১৮১ জন। এর মধ্যে পুরুষ ১১৬ জন ও মহিলা ৬৫ জন। কানাইঘাট উপজেলায় মোট ৪২০ জন নতুন ভোটার হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩০৮ জন ও মহিলা ১১২ জন। গোয়াইনঘাট উপজেলায় মাত্র ৮১ জন নতুন ভোটার হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬২ আর মহিলা ১৯ জন।

ওসমানীনগর উপজেলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫৭ জন। এর মধ্যে পুরুষ ৩২০ জন ও মহিলা ১৩৭ জন। ফেঞ্চুগঞ্জ ৫৭ জন নতুন ভোটার হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলায়। এর মধ্যে পুরুষ ৩৬ ও মহিলা ২১ জন।

জৈন্তাপুর উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৮৬ জন। এর মধ্যে পুরুষ ৫৮ ও মহিলা ২৮ জন। কোম্পানিগঞ্জ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ৯১ জন। এদের মধ্যে পুরুষ ৫৪ ও মহিলা ৩৭ জন। বিশ্বনাথ উপজেলায় নতুন ভোটার হয়েছেন ২১৬ জন। এর মধ্যে পুরুষ ১৫৮ ও মহিলা ৫৮ জন।

ছামির মাহমুদ/এএম/জেআইএম