রাজৈরে চলছে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই
দেশব্যাপী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাইয়ের অংশ হিসাবে মাদারীপুরের রাজৈর উপজেলার ১১টি ইউনিয়নে চলছে মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই। শনিবার সকালে শুরু হয় এই যাচাই-বাছাই কাজ।
জানা গেছে, রাজৈর উপজেলা লাইসিয়াম ভবনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে উপজেলার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করছে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি।
কমিটির সদস্যরা হলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান (সদস্য সচিব), মাদারীপুর মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, মো. ইউসুফ আলী মিয়া ও জয়নুল আবেদীন।
যাছাই-বাছাই কমিটি সূত্রে জানা গেছে, ভারতীয় কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত ও মুক্তি বার্তার লাল বইর তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে গেজেডভুক্ত ও অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের গণযাচাই-বাছাই চলছে।
মন্ত্রীর উপস্থিতিতে উপজেলার পাইকপাড়া, হোসেনপুর, কবিরাজপুর, হরিদাসদী-মহেন্দ্রদী ও ইশিবপুর ইউনিয়নের যাচাই-বাছাই শেষ হয়। পরবর্তীতে উপজেলার বাকি ৫টি ইউনিয়নের যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হবে।
এ কে এম নাসিরুল হক/এআরএ/জেআইএম