ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত নেতাকর্মীরা পাকিস্তানের সৈনিক : হানিফ

প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

জামায়াতের নেতাকর্মীরা বাংলাদেশে পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সরকারের আমলে ১২৯টি মৌলবাদী জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওই সব সংগঠন জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে। উন্নয়নের কোনো কাজ তারা দেশের জন্য করেনি।

তিনি বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, তখন তাদের গাত্রদাহ হচ্ছে। তারা দেশকে নিয়ে শঙ্কা প্রকাশ করতেও দ্বিধাবোধ করছে।

শনিবার বিকেল ৫টায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বলেন, খালেদা জিয়া দেশকে ধ্বংসের জন্য বারবার হানা দিচ্ছেন। তিনি ক্ষমতার বাইরে এবং ক্ষমতায় থেকে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাবিরোধীদের বিরুদ্ধে দেশের বিপক্ষে ষড়যন্ত্র করছেন। আর জামায়াতের নেতাকর্মীরা বাংলাদেশে পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে। এ কাজে তিনি তাদের সহযোগিতা করছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, এাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব এ ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম, পৌরসভার মেয়র এম এ তাহের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

কাজল কায়েস/এএম/জেআইএম