ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুনারুঘাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

জমি নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের চুনারুঘাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপেক্ষে পাঁচজন।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার পাহাড়ি এলাকার দক্ষিণ বাঘমারা গ্রামের সুরুজ আলী এবং মান্নান মিয়ার মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ছয়জন আহত হয়। আহতদের মধ্যে সুরুজ আলীর ছেলে সাহেদ আলীকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চক্রবর্তী জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/জেএইচ