ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিকে হস্তান্তর

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট সীমান্তে বিএসএফের হাতে আটক আজিজ মিয়া (২০) নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

শনিবার বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর দেশের অভ্যন্তরে ফিরে আসার পথে তাকে আটক করে বিএসএফ। আজিজ মিয়া তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন লালঘাট গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বালিয়াঘাট সীমান্তের লালঘাট এলাকা দিয়ে প্রতি সোম ও মঙ্গলবার প্রায় শতাধিক লোককে বিভিন্ন কাজের প্রলোভন দিয়ে অবৈধপথে ভারত পাঠানো হয় স্থানীয় একটি চিহিৃত চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে। কাজ শেষে প্রতি শনি ও রবিবার তারা দেশে ফিরেন। এজন্য ওই সিন্ডিকেটকে জনপ্রতি ৩০০-৫০০ টাকা দিতে হয়। দুপরে কাজ শেষে ফেরার পথে বিএসএফ তাড়া করলে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিজকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়।  
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

রাজু আহমেদ রমজান/জেএইচ