রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
প্রতীকী ছবি
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কালীবাড়ী এলাকায় বাস-ট্রাকের মাঝে মোটরসাইকেল চাপা পড়ে মা সাজেদা বেগম (৫০) ও ছেলে রাজ্জাক মন্ডল (৩০) নিহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা পাংশা উপজেলার বেতপারা এলাকার বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহফুজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, অাজ সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন।
রুবেলুর রহমান/এফএ/এমএস